×

জাতীয়

চৈত্রসংক্রান্তি আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৮, ১০:৫৭ এএম

চৈত্রসংক্রান্তি আজ
আজ চৈত্রসংক্রান্তি। ঋতুরাজ বসন্তের যেমন শেষ দিন, একইভাবে শেষ দিন চৈত্রেরও। আজকে যে সূর্যাস্ত হবে তা বঙ্গাব্দ ১৪২৪ এর শেষ সূর্যাস্ত। আর এ সূর্যাস্তের মধ্য দিয়েই বাংলার বুক থেকে বিদায় নেবে আরো একটি বাংলা বছর। আজ তাই অতীতকে বিদায় জানানোর দিন, বিদায় জানানোর দিন সকল জরা, জীর্ণ আর মলিনতাকে। বছরের এই বিদায়ের দিন অর্থাৎ ‘চৈত্রসংক্রান্তি’ বাঙালির জীবন ও লোকাচারে বিশেষ গুরুত্ব বহন করে। সনাতনী ধর্মাবলম্বীরা দিনটিকে অত্যন্ত পুণ্যের বলে মনে করে থাকেন। আচার অনুযায়ী এ দিনে বিদায় উৎসব পালন করে ব্যবসায়ী সম্প্রদায়। দোকানপাট ধুয়ে-মুছে বিগত বছরের যত সব জঞ্জাল, অশুচিতাকে বিদূরিত করা হয়। পরদিনই খোলা হবে ব্যবসায়িক হিসাব-নিকাশের নতুন খাতা যার লোকায়ত নাম ‘হালখাতা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App