×

আন্তর্জাতিক

কঙ্গো থেকে উগান্ডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৮, ১০:১৪ পিএম

কঙ্গো থেকে উগান্ডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ!
চলতি বছরের জানুয়ারি থেকে ৭০ হাজারের বেশি মানুষ কঙ্গো থেকে পার্শ্ববর্তী দেশ উগান্ডায় পালিয়ে গেছে। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসাব মতে, ইতোমধ্যেই ৭০ হাজারের বেশি মানুষ পালিয়ে গেছে। ইতুরি রাজ্য থেকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। উগান্ডার কাঙ্গালি শরণার্থী শিবির থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক ম্যালকম ওয়েব জানান, সেখানে মানবেতর পরিস্থিতিতে রয়েছে শরণার্থীরা। শরণার্থীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ বিদ্যমান। ইতুরি প্রদেশ থেকে পালিয়ে আসা একজন শরণার্থী আলজাজিরাকে বলেন, হামলাকারীরা যে কাউকে মেরে ফেলছে, তারা সবাইকে মেরে ফেলবে। সেজন্য তিনি সপরিবারে পালিয়ে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App