×

তথ্যপ্রযুক্তি

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এইচপি প্রিন্টার নিয়ে এলো ইউনিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০৪:২৪ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এইচপি প্রিন্টার নিয়ে এলো ইউনিক
ইউনিক বিজনেস সিষ্টেম লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এইচপি ডিজাইনজেট প্রিন্টার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনা সহজীকরণে বিশেষ সুবিধা সম্পন্ন এই প্রিন্টার বেশ কার্যকরী। গ্রাহকেরা এই প্রিন্টারের বদৌলতে দ্রæত প্রিন্টিং এবং কর্মক্ষেত্রে কাঙ্খিত পারফরম্যান্স লাভে সহায়তা করে। পণ্যটির স্মার্ট এবং সুদক্ষ বৈশিষ্ট্যসমূহ অপচয় রোধ করতে সাহায্য করে। উপরন্ত, সহজে ব্যবহারযোগ্য এই প্রিন্টারটি তার উচ্চমানসম্পন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রাহকদের মানসিকভাবেও আশ্বাস প্রদান করে থাকে। প্রিন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, এইচপির কান্ট্রি বিজনেস ম্যানেজার (এসজি/ এইসি/সিএলএম/পিকে ডিজাইনজেট) সাশিকা ভিশান, ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ডিরেক্টর অপারেশন হাবিবা নাসরিন রিতা, বাংলাদেশে এইচপির ডিজাইনজেট সেল্স ডেভেলপমেন্ট ম্যানেজার শামিম হাসান, ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন এবং এজিএম আব্দুল্লাহ আল মামুন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App