×

বিনোদন

মঞ্চে নতুন নাটক ‘উজানে মৃত্যু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০৩:২৯ পিএম

মঞ্চে নতুন নাটক ‘উজানে মৃত্যু’
একদল দক্ষ ও প্রশিক্ষিত তরুণ নাট্যকর্মীর সমন্বয়ে পেশাদার নাট্যচর্চার মনোবৃত্তি নিয়ে ২০০২ সালের ১ বৈশাখ (১৪ এপ্রিল) যাত্রা শুরু করে নাট্য সংগঠন পালাকার। ইতোমধ্যে স্টুডিও নাট্যচর্চাকে জনপ্রিয় করে তোলা, মূলধারার নাট্যচর্চাকে অব্যহত রাখা, থিয়েটারের বিভিন্নমুখী প্রয়োগ এবং সমাজ সচেতনতামূলক ইন্টারএকটিভ থিয়েটারকে সফলভাবে প্রয়োগ করে যাচ্ছে। পালাকার মনে করে, তাদের গবেষণা ও নিরীক্ষার এই পথ আমাদের হাজার বছরের নাট্য ঐতিহ্যকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। পালাকার এবার মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মুত্যু’ নামে নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। গত ১৬ মার্চ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকের নির্দেশক শামীম সাগর বলেন, দীর্ঘদিন ধরে স্টুডিও থিয়েটার ভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে নাট্যাঙ্গনকে মুখর করে রেখেছে পালাকার। রবীন্দ্রনাথের ডাকঘর, সেলিম আল দীন-এর বাসন, উডি এলেনের ডেথ নকস, ব্রেটল্ড ব্রেখটের রাইফেল, ফ্রানজ জ. ক্রোয়েটজের রিকোয়েস্ট কনসার্টÑ এমন নানান বিষয় বৈচিত্র্যের নাট্য নিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র এক পরিচয় এনে দিয়েছে। মাঝে কিছুদিন বিরতি কাটিয়ে এবার সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’ নাটক নিয়ে আবারো স্টুডিওকে সরব করে তুলতে এসেছে পালাকারের একদল নবীন কর্মী। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালীউল্লাহকে নতুন করে চিনে নেয়ার প্রয়াস গ্রহণ করেছে। নতুন এই প্রযোজনাটিকে স্বাগত জানিয়ে মঞ্চসারথি আতাউর রহমান বলেন, ‘পালাকার বাংলাদেশের প্রথম সারির নাট্যদল। এদের প্রযোজিত নাটকসমূহ দেশে-বিদেশে প্রশংসিত হয়ে আসছে। এই দলটি খুব সহজ-সরল নাট্য প্রযোজনার পথ এড়িয়ে চলে। গভীর শিল্প-নিমগ্নতা আছে দলটির সদস্যদের মাঝে, যা আমি লক্ষ করে আসছি গত কয়েক বছর ধরে, দলটির সঙ্গে নির্দেশক হিসেবে কাজ করার সুবাদে। পালাকারের কর্ণধার মুকুল রহমান যেমন একজন ভালো সংগঠক, তেমনি একজন চৌকস অভিনেতা ও নাট্য নির্দেশক। পালাকারের শামীম সাগর মঞ্চের একজন শক্তিশালী অভিনেতা ও নির্দেশক। শামীম সাগরের নির্দেশনায় পালাকার মঞ্চায়ন করছে সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’।’ আগামীকাল ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যৎসবে ‘উজানে মৃত্যু’ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটিতে অভিনয় করছেন- আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন নিষাদ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, নির্ভানা ইভা। নাটকটির শিল্প নির্দেশনায় রয়েছেন আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনা বাবর খাদেমী, সঙ্গীত পরিকল্পনা অজয় দাশ, এবং মঞ্চ পরিকল্পনা শামীম সাগর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App