×

বিনোদন

পহেলা বৈশাখে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০৩:৩৩ পিএম

পহেলা বৈশাখে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’
১৯৫৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিতকলা একাডেমি। সেই হিসেবে ১৯৯১ সালে একাডেমিটির প্রতিষ্ঠার তিন যুগের অনুষ্ঠানে নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর নির্দেশনায় প্রথম গীতি নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’-এ গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র সাজু ও রুপাইতে অভিনয় করেন সাদিয়া ইসলাম মৌ ও আব্দুর রশিদ স্বপন। এর আগে সাজু চরিত্রে রাহিজা খানম ঝুনুই অভিনয় করতেন। বিভিন্ন সময়ে এই চরিত্রে আরো অভিনয় করেন জিনাত বরকত উল্লাহ, শামীম আরা নিপা। তবে ১৯৯১-এর পর থেকে আজ পর্যন্ত এই নৃত্যনাট্যের তিনশর অধিক মঞ্চায়নে অভিনয় করেছেন স্বপন ও মৌ। শুধু দেশেই নয়, দেশের বাইরে ভারতের বিভিন্ন প্রদেশে, জাপান, কোরিয়াতেও এই নৃত্যনাট্যের মঞ্চায়ন হয়েছে। স্বপনের ভাষ্যমতে বাংলাদেশ টেলিভিশনেও বিভিন্ন সময়ে এই নৃত্যনাট্যের খÐ খÐ অংশে মৌ ও স্বপন অভিনয় করেছেন। তবে তারা দুজন এবারই প্রথম পুরো নৃত্যনাট্যটি নিয়ে আগামী পহেলা বৈশাখে দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন। এরই মধ্যে বিটিভিতে প্রচারের জন্য ‘নকশী কাঁথার মাঠ’ নৃত্যনাট্যটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে গত বৃহস্পতিবার বিটিভির ড্রামা স্টুডিওতে। সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘দিন যতই যাচ্ছে ততই আমি সাজুকে আরো বেশি বুঝতে পারি, আমার মধ্যে তাকে আমি আরো বেশি ধারণ করতে পারি। চরিত্রের অনেক গভীরে প্রবেশ করতে পারি। যখন আমি ছোট ছিলাম, তখন বারবার আমার মনে হতো শেষ দৃশ্যে যেন সত্যিই আমার কান্না আসে। এই কান্নার জন্যই আমি প্রার্থনা করতাম। আর এখন সুইটা হাতে নিলেই দুচোখ দিয়ে অনবরত আমার পানি চলে আসে। সাজু চরিত্রটির প্রতি অনেক ভালোবাসা, আবেগ থেকেই এটা হয় এখন। হয়তো সামনে আরো ভালো করতে পারবো।’ ‘নকশী কাঁথার মাঠ’র কাহিনী পল্লী কবি জসীমউদ্দীনের। মূল পরিকল্পনা ও ভাবনা জি এ মান্নান। এতে প্রধান সখিরূপে থাকবেন ফারহানা খান তান্না। সাজুর মায়ের চরিত্রে জিনাত বরকত উল্লাহ, রুপাইয়ের মায়ের চরিত্রে সেলিনা হক, লাঠিয়াল আতাউর রহমান মোহন, ঘটক চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মতিন। সহশিল্পী হিসেবে আছেন লাবনী, শোভিকা, প্রভা, পুষ্পিতা, নিশাত, মিমো, সুবহা, রাইসা, রানা, সুমন, উজ্জ্বল, বাদশা, সজল, শোভন, ইমরান, কাদরী এবং শিশুশিল্পী হিসেবে আছে নায়লা, মশাল, তাসনিম ও জাভেরিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App