×

বিনোদন

রাবিতে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৮, ০৮:২০ পিএম

রাবিতে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৮’ শুরু হয়েছে। আজ বিকেল সাড়ে ৫ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্বরে নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

উদ্বোধন পর্ব শেষে সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটোৎসবের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক।

‘মিলি মৈত্রী বন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ এই স্লোগানে সাত দিনব্যাপী ভারত থেকে অশোকনগর নাট্যমুখ, লোককৃষ্টি, শ্রুতি পারফরমিং ট্রুপ এবং বাংলাদেশ থেকে বটতলা, প্রাট্যনাট, সুবচন নাট্যদল, অনুশীলন নাট্যদল, ঢাকা থিয়েটার, লোক নাট্যদল, উত্তরাধিকার, মণিপুরি থিয়েটার, বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ অংশগ্রহণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App