×

তথ্যপ্রযুক্তি

মহাকাশে কোন গ্রহ পৃথিবীর মতো দেখতে হলেও আচরণে বুধের মতো?‌

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৮, ০৪:০১ পিএম

মহাকাশে কোন গ্রহ পৃথিবীর মতো দেখতে হলেও আচরণে বুধের মতো?‌
ব্রহ্মাণ্ডে নতুন গ্রহের সন্ধান পেল জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল। পৃথিবী থেকে ৩৪০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, কে২–২২৯বি নামক ওই গ্রহটি পৃথিবীর দেখে ২০ শতাংশ বড় এবং ভর পৃথিবীর প্রায় আড়াই গুণ বেশি। কিন্তু কে২–২২৯বি–র ঘনত্ব আমাদের সৌর মণ্ডলের গ্রহ বুধের মতো। গ্রহে দিনের তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সের এআইএক্স–মার্সাই বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ওই জ্যোতির্বিজ্ঞানীদের দলটি কে২ টেলিস্কোপে প্রথম সন্ধান পান কে২–২২৯বি গ্রহের। ০.‌০১২এআই নক্ষত্রকে ১৪ ঘণ্টার মধ্যে একবার প্রদক্ষিণ করে কে২–২২৯বি। ভার্গো বা কন্যা ছায়াপথের ওই তারামণ্ডলে মোট তিনটি গ্রহ আছে। সব থেকে কাছের গ্রহ কে২–২২৯বি। তবে বাকি দুটি গ্রহের দূরত্ব বুধ থেকে সূর্যের দূরত্বের অনেক কম বলে জানিয়েছেন ওয়াকইউক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডেভিড আর্মস্ট্রং। তিনি বললেন, এতোদিন মহাকাশ বিজ্ঞানীরা ভাবতেন অতিরিক্ত উষ্ণ এবং ধাতব পদার্থের অস্তিত্বের কারণে সৌরমণ্ডলের অন্য গ্রহের থেকে বুধের চারিত্রিক গঠন আলাদা। কারণ, সূর্যের খুব কাছে থাকার জন্য সেখানে ভিন্ন উপায়ে লোহা তৈরি হয়। কিন্তু এতো দূরের একটি গ্রহেও সেই উপাদান দেখে চমকে গিয়েছেন বিজ্ঞানীরা। তবে কে২–২২৯বি–তে কোনও আবহাওয়া পরিমণ্ডল নেই। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রের অত্যন্ত কাছে ধাকায় নক্ষত্রের ঝড়ে তার আবহাওয়া মণ্ডল লুপ্ত হয়েছে। আরও একটি ধারণা অনুযায়ী, কোনও বড় দুটি মহাজাগতিক বস্তু বা গ্রহাণুর সংঘর্ষে সৃষ্টি হয়েছিল কে২–২২৯বি–র। সেজন্যই তার কোনও আবহাওয়া মণ্ডল নেই। ঠিক যেভাবে কয়েক হাজার বছর আগে মঙ্গলের মতো ভারী কোনও মহাজাগতিক বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে সৃষ্টি হয়েছিল চাঁদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App