×

জাতীয়

পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৫:৫৫ পিএম

পাবনার সুজানগরে মাঠে পেঁয়াজ পাহারা দিতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার বেলা এগারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-উপজেলার বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে মানিকহাট ইউনিয়নের হাটখালি মৌজার একটি মাঠে নিজেদের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। ঝড়-বৃষ্টির কবলে পড়ে তারা বাড়িতে ফিরে যান। রাতে পেঁয়াজ পাহারা দিতে যান তারা। এ সময় আবারও ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফরহাদ হোসেন আরো জানান, রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শনিবার বেলা এগারোটার দিকে ওই মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে স্থানীয়রা তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App