×

বিনোদন

‘ঐক্যের সুরে বাঁধো সাম্যের গান’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ০৪:০২ পিএম

‘ঐক্যের সুরে বাঁধো সাম্যের গান’
ঐক্যের সুরে বাঁধো সাম্যের গান’ এই প্রত্যয় নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী ‘সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা-২০১৮’। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসব উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি, গণসঙ্গীত শিল্পী গোলাম মোহাম্মদ ইদু। উদ্বোধনী পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন গোলাম মোহাম্মদ ইদু ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী। আর সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। এরপর পরিবেশিত হয় গণসঙ্গীতের কিংবদন্তি পুরুষ হেমাঙ্গ বিশ্বাসের অমর সৃষ্টি ‘শঙ্খচিল’ গানের নৃত্যরূপ। উদীচীর নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘শঙ্খচিল’ শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষকে মুগ্ধ করে। এ নৃত্যরূপ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট নৃত্য গবেষক, পরিচালক ও শিক্ষক ড. মহুয়া মুখার্জী। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় আলোচনা সভা। ওই পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। এতে অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবং ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ও এবারের উৎসবের আমন্ত্রিত অতিথি বিমল দে। আলোচনা শেষে এ ভূখণ্ডের প্রথিতযশা গণসঙ্গীত শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে উদীচী কেন্দ্রীয় সংসদ প্রকাশিত সংকলন ‘গণসঙ্গীতের গণনায়করা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গণসঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অধিকারবোধ জাগ্রত করা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়ায় অনুপ্রেরণা দিয়েছেন এমন ১৭ জন গুণী মানুষের জীবন ও কর্ম নিয়ে লেখা প্রবন্ধ স্থান পেয়েছে এ সংকলনে। গণসঙ্গীতে অবদান রাখার জন্য সত্যেন সেন গণসঙ্গীত উৎসবে যাদের সম্মাননা জানানো হয় তারা হলেন, সুজেয় শ্যাম, ফেরদৌস হোসেন ভূঁইয়া, আবু বকর সিদ্দিক, ফকির আলমগীর, রথীন্দ্রনাথ রায়, বুলবুল মহলানবীশ, তিমির নন্দী, মতলুব আলী, শাহীন সরদার, সেলিম রেজা, আক্কাস হোসেন, কফিল আহমেদ, শাহীন সামাদ, সমর বড়ুয়া, শাহজামাল তোতা, অনিমেষ আইচ, কাবেরী সেনগুপ্তা, ইন্দ্রমোহন রাজবংশী, রুহুল আমিন প্রমাণিক, তৌফিক আলম টিপু, আলী ইমাম দুলাল, স্বপন রহমান, অংশুমান দত্ত অঞ্জন, মঞ্জুশ্রী দাশগুপ্তা, ডালিয়া নওশীন, আখতার হুসেন, আশরাফ হোসেন, দুলাল পত্রনবীশ, জহির আহমেদ, আবদুস সালাম বাউল, তাজিম সুলতানা, সফিকুল ইসলাম গোলাপ, ইফ্ফাত আরা নার্গিস, গোলাম মোহাম্মদ ইদু, আবদুস সোবহান, সেন্টু রায়, বিশ্বনাথ দাশমুন্সী, মাহমুদ সেলিম, খায়রুল আহসান খান, জগলুল হায়দার খান, পারভেজ শামসুদ্দিন, শাকিলা বানু শাম্মী, ইয়াসমিন সুলতানা তিথি, কাজল বিশ্বাস, হাবিবুল আলম, কামাল লোহানী, অসিত বরণ ঘোষ, অধ্যাপক মাহফুজা খানম, সাইদুর রহমান বয়াতী, অনিরুদ্ধ কাহালী। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এ ছাড়া সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। উদীচীর আয়োজনে সব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার বিজয়ীরা জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বইয়ের মোড়ক উন্মোচনের পর এবারের জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যারা বিভিন্ন বিভাগে বিজয়ী হয়েছেন তাদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবারের প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে চ্যাম্পিয়ন প্রজ্ঞা তালুকদার, দ্বিতীয় সাফায়েত আলম চৌধুরী আর তৃতীয় নবনীতা ঘোষ শ্রেয়া। ‘খ’ বিভাগে প্রথম সাবরিনা জাহান শোভা, দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস এবং তৃতীয় হয়েছে ওয়াজিহা তাসনিম। ‘গ’ বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে অরুণ চন্দ্র বর্মণ, দ্বিতীয় কমল ঘোষ এবং তৃতীয় চন্দ্রিমা ভৌমিক রাত্রী। আর দলীয় অর্থাৎ ‘ঘ’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের যোদ্ধা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, দ্বিতীয় হয়েছে উদীচী বগুড়া জেলা সংসদ আর তৃতীয় স্থান পেয়েছে উদীচী যশোর জেলা সংসদের শিল্পীরা। সবশেষে ছিল প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের পাশাপাশি দেশের স্বনামধন্য গণসঙ্গীত সংগঠন ও শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। একক গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, সায়ান, সোহানা আহমেদ, বিপ্লব রায়হান, রুবাইয়াত ইউসুফ অর্ণি এবং আমন্ত্রিত শিল্পী ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী বিমল দে। আর দলীয়ভাবে গণসঙ্গীত পরিশেন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী যশোর জেলা সংসদ, বহ্নিশিখা, যোদ্ধা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, উদীচী কেন্দ্রীয় সংসদ এবং উদীচী বগুড়া জেলা সংসদের শিল্পীরা। সঞ্চালনায় ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন ও মৌমিতা জান্নাত। আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং সন্ধ্যায় থাকবে আমন্ত্রিত শিল্পীদের একক ও দলীয় গণসঙ্গীত পরিবেশনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App