×

বিনোদন

প্রাণের খেলা মাতাবেন রথীন্দ্রনাথ রায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০১:৩৮ পিএম

প্রাণের খেলা মাতাবেন রথীন্দ্রনাথ রায়
‘ছোটদের বড়দের সকলের’ কিংবা ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানের শিল্পী রথীন্দ্রনাথ রায়। ১৯৭৯ ও ১৯৮১ সালে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার অন্যতম ঘাঁটি হয়ে ওঠা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা। ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায় প্রেরণাসঞ্চারী দেশাত্মবোধক গান চর্চার পাশাপাশি ভজন, কীর্তন, রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, লালনসহ সিলেটের গীতিকবিদের গান গেয়ে থাকেন। ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় প্রাণের খেলায় গানে গানে উদ্দীপ্ত করবেন আজ ২৭ মার্চ সন্ধ্যা। প্রাণের খেলায় অংশগ্রহণ প্রসঙ্গে রথীন্দ্রনাথ রায় বলেন, শুদ্ধ এবং দেশীয় সঙ্গীত প্রসারে বেঙ্গলের নিরলস চর্চা প্রশংসার বেশি কিছু দাবি করে। এর আগেও ‘প্রাণের খেলা’ আসরে গান করেছি। শ্রোতার সরাসরি যে প্রতিক্রিয়া মেলে তা অতুলনীয়। স্বাধীনতা যুদ্ধ শুরুর মাসে এমন আসরে গাইতে পারছি ভেবে ভালো লাগছে। ২০০৭ সালের ডিসেম্বর প্রাণের খেলা নামে নিয়মিত গানের আসরের আয়োজন শুরু করে বেঙ্গল ফাউন্ডেশন। প্রথম আসরে লোকসঙ্গীত পরিবেশনা করেন চন্দনা মজুমদার ও লাবিব কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App