×

খেলা

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু শনিবার

Icon

মাসউদ

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ১০:৪৮ পিএম

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু শনিবার

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক ভবন ( বিওএ) অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল

শনিবার থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আরচারির অন্যতম আসর সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা এবং নেপালকে নিয়ে মোট চারটি দেশের আসর বসবে সাভারের বিকেএসপি মাঠে। দশটি স্বর্ণ, দশটি রৗপ্য এবং দশটি ব্রোঞ্জপদকের জন্য এ চারটি দেশ প্রতিযোগিতায় নামবে। ২৪ মার্চ থেকে শুরু হয়ে  আসর চলবে ২৭ মার্চ পর্যন্ত। এবারেরটা নিয়ে তৃতীয় বারের মতো বসতে যাচ্ছে এ আসর। অবশ্য ২০০৬ সালে বাংলাদেশেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল দক্ষিণ এশিয়ার আরচারির আসরটি । এরপরে দুবছর বাদে ভারতের জামশেদপুরে এর আয়োজন করা হয়। তারপর বিভিন্ন জটিলতার কারণে আর এ আসরের আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। প্রথম আয়োজনের দীর্ঘ বার বছর পর আসরটি আবার ঢাকার সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ এই টুর্নামেন্টের প্রথম আয়োজক হলেও সেখানে আরচারদের অর্জন শুধু রৌপ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের ছোঁয়ায় আরো ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা ।তাদের অভিমত, আমাদের মূল লড়াইটা হবে ভারতের সঙ্গে এবং আমাদের ছেলেরা স্বর্ণ জিতবে তা নিশ্চিত বলছি না। তবে আগের চেয়ে ভালো করবে। টুর্নামেন্টে চার দেশের আরচাররা লড়বে দশটি বিভিন্ন ইভেন্টে। চার দেশের ৬৩ জন আরচার অংশ নেবেন এই প্রতিযোগিতায়। রিকার্ভ পুরুষ একক, মহিলা একক, পুরুষ দলীয়, মহিলা দলীয়, মিশ্র দলীয়, কম্পাউন্ড পুরুষ একক, মহিলা একক, পুরুষ দলীয়, মহিলা দলীয় ও মিশ্র দলীয়- এই ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার জন্য দল চূড়ান্ত করেছেন আরচারির নতুন কোচ। জার্মান কোচের বাছাই প্রক্রিয়াতেও ছিল নতুনত্ব। ক্যাম্পে ছিলেন ৮০ তীরন্দাজ। তাদের মধ্য থেকে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ খেলোয়াড়  বেছে নিয়েছেন কোচ। অবশ্য এতে বাংলাদেশের দুটি দল থাকছে।        

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App