×

সাহিত্য

আইসিইউ বেড নম্বর নাইন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ০৯:৩৬ পিএম

আইসিইউ বেড নম্বর নাইন
মৃত্যুকে গ্রহণ করার পূর্বমুহুর্তে যাপিত জীবনের নৈঃশব্দের অন্ধগুহায় মানুষের দূরের কোন হ্যামিলনের বাঁশির সুরে নতুন ভোরের শিশির ছোঁয়ার প্রত্যয়ে আঙুলের ডগা নাড়াতে চায়। আইসিইতে থাকা সেসকল মানুষের ছলছল চোখের আকুতির কাছে স্বজনদের হৃদয় ভাঙা হাহাকার, যা অন্তপুরের বোধের গভীরে নিরব গল্প। যেমনি আছে চরিত্রের কিংকর্তব্যবিমূঢ় বিরল ঘটনা, তেমনি বিপরীত চরিত্রের আখ্যান। প্রেম, রোমাঞ্চ, ট্র্যাজেডি, মাদকের করাল গ্রাসে মানবিক বিপর্যয়, মনবতার উৎকর্ষতায় বর্ণীল জীবনের সাবলীল বর্ণনায় পাঠককুলকে নিয়ে যাবে মূল্যবোধের বিশুদ্ধ ভাবনায়। প্রচলিত গল্পকে পাশ কাটিয়ে সমাজের চিত্রিত খণ্ডাংশের সামাঞ্জস্যতায় ও বাস্তব ঘটনাসমূহের ভিত্তিতে রচিত আইসিইউ বেড নম্বর নাইন গল্পগ্রন্থ বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। সেবা মহৎ উদ্দেশ্য-কে অণুপ্রাণিত করার পাশাপাশি তথ্যনির্ভর রোগসমূহকে গল্পের ছলে পাঠকের সামনে তুলে আনতে সক্ষম হয়েছেন গল্পকার। রক্তদানকে অধিক গুরুত্ব দিয়ে বিচ্ছিন্নতা বোধকে নাড়িয়ে দেবার বিস্ময় আছে বটে। আশা রাখি বাহুল্য শব্দের র্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবেন এ নবীন গল্পকার। বইটির বহুল প্রচার কামনা করি। গল্পগ্রন্থ : আইসিইউ বেড নম্বর নাইন লেখক : মোক্তার হোসেন প্রকাশক : বেহুলাবাংলা মুদ্রিত মূল্য : ১৬৫ টাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App