×

জাতীয়

নেপালে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত : রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০৪:৫৯ পিএম

নেপালে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত : রাষ্ট্রদূত
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত হয়েছে। কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের মরদেহ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনো বাধা নেই।’ তিনি আরও বলেন, ‘মরদেহ তিনটি দেশে পাঠানোর বিষয়ে ইউএস-বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সেগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।’ গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। গত সোমবার ২৩ জনের মরদেহ দেশে আনা হয়। সে সময় পর্যন্ত তিনজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহত হন ১০ জন। তাদের সাতজনকে ইতোমধ্যে দেশে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দুজনকে সিঙ্গাপুর এবং একজনকে দিল্লিতে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App