×

আন্তর্জাতিক

‘আত্মবিশ্বাস’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রাজি কিম

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০৬:৩৬ পিএম

‘আত্মবিশ্বাস’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রাজি কিম
উত্তর কোরিয়া দাবি করেছে, নিষেধাজ্ঞা নয় বরং ‘আত্মবিশ্বাস’ থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আলোচনার প্রস্তাব গ্রহণ করার পর এই প্রথম পিয়ংইয়ং প্রতিক্রিয়া জানাল। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ বুধবার এক নিবন্ধে এ মন্তব্য করেছে। যারা দেশটির এ সদিচ্ছার সমালোচনার করেছে নিবন্ধে তাদেরকে ‘সংকীর্ণমনা’ বলে অভিহিত করা হয়েছে। ট্রাম্প ও কিমের মধ্যে কীভাবে আলোচনা হবে তা এখনো ঠিক হয়নি। তবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলে তা হবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে প্রথম সামনাসামনি আলোচনা। গত মাসে উত্তর কোরিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় ট্রাম্প বলেছিলেন, পিয়ংইয়ংয়ের ওপর ‘সর্বোচ্চ চাপ সৃষ্টি’করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার ‘শান্তিকামী প্রস্তাবের’ ফলে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্কে ‘পরিবর্তনের আভাস’ পাওয়া যাচ্ছে। সূত্র: পার্স টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App