×

আন্তর্জাতিক

চতুর্থবারের মতো চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৮, ০৬:৫৬ পিএম

চতুর্থবারের মতো চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল
জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল বুধবার চতুর্থবারের মতো চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন৷ এর আগে তাকে চ্যান্সেলর নির্বাচিত করেন সাংসদরা৷ খবর ডয়েচে ভেলের। নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন মের্কেল৷ গত বছরের ২৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ বুধবার সকালে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬৪-৩১৫ ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন মের্কেল৷ নয়জন সাংসদ ভোটদানে বিরত ছিলেন৷ নির্বাচনে মের্কেলের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না৷ ভোটাভুটির সময় প্রথমবারের মতো মের্কেলের স্বামী ইওয়াখিম সাওয়ার উপস্থিত ছিলেন৷ ছিলেন মের্কেলের মা হেরলিন্ড কাজনারও৷ মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) বাভারিয়া রাজ্যে তাদের অংশীদার দল সিএসইউ এবং সরকার গঠনে জোটসঙ্গী দল সামাজিক গণতন্ত্রী, এসপিডি দলের মোট আসন সংখ্যা ৩৯৯৷ আজ দুপুর ১২টায় প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারের কার্যালয়ে চ্যান্সেলর হিসেবে শপথ নেন মের্কেল৷ আজই দিনের শেষে মন্ত্রীদের শপথ নেয়ার কথা রয়েছে৷ সরকার গঠন শেষে শুক্রবার প্যারিস সফরে যাবেন মের্কেল৷ সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার নিয়ে কথা বলবেন তিনি৷ নির্বাচনের পর মের্কেল নতুন সরকার গঠনে সমস্যায় পড়েছিলেন৷ কারণ শুরুতে এসপিডি মের্কেলের দলের সঙ্গে সরকার গঠন করতে চায়নি৷ তাই সবুজ দল ও মুক্ত গণতন্ত্রী দল, এফডিপির শরণাপন্ন হয়েছিলেন তিনি৷ কিন্তু তাতে সফল হননি৷ পরে জার্মান প্রেসিডেন্টের উদ্যোগে এসপিডি ও মের্কেলের সিডিইউ দল জোট গঠনে আলোচনা শুরু করে এবং সফল হয়৷ ফলে এখন সরকার গঠন সম্ভব হচ্ছে৷ ২০০৫ সালে প্রথম চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন মের্কেল৷ ২০১৫ সালে নেয়া উদার শরণার্থী নীতির কারণে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়েন তিনি৷ সবশেষ নির্বাচনেও তার প্রভাব দেখা গেছে৷ শরণার্থী ইস্যুকে কাজে লাগিয়ে জার্মানির জন্য বিকল্প দল, এএফডি নির্বাচনে ভালো ফল করেছে৷ ফলে সিডিইউ ও এসপিডি উভয় দলেরই রেকর্ড পরিমাণ ভোট কমেছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App