×

জাতীয়

উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে চাইছে কোনো মহল : আ জ ম নাছির

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৮, ০৭:০০ পিএম

কারো নাম উল্লেখ না করে মেয়র আ জ ম নাছির উদ্দীন আশঙ্কা ও অভিযোগ করেছেন যে, তার চলমান উন্নয়ন কাজে কোনো কোনো মহল বাধাগ্রস্ত করতে চাইছে। কিন্তু কোনো মহল যদি তা বাধাগ্রস্ত করতে চায় তাহলে তা চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে মেয়র অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তার হাতকে শক্তিশালী করতে জনগণ আমাকে মেয়র পদে নির্বাচিত করেছেন। মেয়রের সেবাধর্মী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো মহল ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নের চাকাকে বাধাগ্রস্ত করতে চাইলে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। পাশাপাশি তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ বা দলীয়করণ নীতিতে আমি বিশ্বাসী নই। নিজে দুর্নীতি করি না এবং কাউকে দুর্নীতি করার জন্য আশ্রয়-প্রশ্রয় দিতে পারি না। সে কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহি একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমি আশা করি, নগরবাসী ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে। সিটি করপোরেশনের জনসংযোগ শাখা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাকির হোসেন রোডে লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫বি-৪ বাংলাদেশের উদ্যোগে আবর্জনা অপসারণে ২০টি ভ্যানগাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব মন্তব্য করেন মেয়র। মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। চট্টগ্রাম বন্দরনগরী ও বাণিজ্যিক নগরী। চট্টগ্রাম বন্দর ব্যবসা-বাণিজ্য এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে। নগরীকে পরিবেশবান্ধব বিশ্বমানের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সব প্রতিক‚লতা ও ষড়যন্ত্র অতিক্রম করে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা হবে। ভ্যানগাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের গভর্নর লায়ন মনজুর আলম মনজু। এ সময় সাবেক জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, ভাইস জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন নাহার মালেক, সাবেক জেলা গভর্নর এম এ মালেক, লায়ন রফিক আহমদ, লায়ন নাজমুল হক চৌধুরী, কারেন্ট সেক্রেটারি জাফর উল্লাহ চৌধুরী, কেবিনেট সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App