×

বিনোদন

ভাগাভাগির অস্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ১২:২৫ পিএম

ভাগাভাগির অস্কার
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার অস্কার। সেই ১৯২৯ সাল থেকে ২৪টি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস’-এর জুরিরা প্রতি বছর বিশ্বনন্দিত ছবিগুলোর মধ্য থেকে বিভিন্ন বিভাগে সেরা পারফরমেন্স বিচার করেন। সাধারণত প্রতিটি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একজনকে বিজয়ী হিসেবে প্রতি বছর মনোনীত করেন। কিন্তু কখনো কখনো একজন বিজয়ী নির্বাচন কঠিন হয়ে দাঁড়ায় প্রত্যেকের দুর্দান্ত পারফরমেন্সের জন্য, সে ক্ষেত্রে কখনো অস্কার কমিটিকে একই অ্যাওয়ার্ড দুজনকে যৌথভাবে দিতে হয়েছে। ভাগাভাগি করে নেয়া ৭টি অস্কার অ্যাওয়ার্ডের গল্প জেনে নিন সেরা অভিনেতা, ১৯৩২ শুরুর দিকে অস্কারের নিয়মকানুন এখনকার তুলনায় ছিল একটু আলাদা। ৫ জন মনোনীতের মধ্যে থেকে যিনি বিজয়ী হবেন তাকে অন্যদের থেকে অন্তত ৩টি ভোট বেশি পেতে হবে। ভোটের ব্যবধান তিনের কম হলে টাইÑ অর্থাৎ দুজনকেই পুরস্কার দিতে হবে। ১৯৩২ সাল। অস্কার অ্যাওয়ার্ডের ৫ম আসর। সেরা অভিনেতা বিভাগে ‘দ্য চ্যাম্প’ ছবির অভিনেতা ওয়ালেস বেরি মাত্র ১ ভোটের ব্যবধানে পিছিয়ে গেলেন হরর ছবি ‘ডা. জ্যাকেল এন্ড মিস্টার হাইড’-এর অভিনেতা ফ্রেডরিক মার্চের থেকে। যেহেতু ভোটের ব্যবধান মাত্র এক। তাই অস্কার কমিটি দুজনকেই সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত করলেন। ওয়ালেসই একমাত্র অভিনেতা যিনি হরর ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতেছেন। এরপরে অবশ্য ফ্রেডরিক মার্চ ১৯৪৭ সালে আবারো সেরা অভিনেতা হিসেবে অস্কার পান, সেবার অবশ্য কারো সঙ্গে ভাগ করতে হয়নি। সেরা ডকুমেন্টারি, ১৯৫০ এর মধ্যে ঘটে গেছে আরো একটি বিশ্বযুদ্ধ, বিশ্বের নানা দিকে পরিবর্তনের ঢেউ অবশ্য আমেরিকা থেকেই শুরু হয়। পরিবর্তন এল অস্কারের নীতিমালাতেও। তবু সেরা স্বল্পদৈর্ঘ্যরে ডকুমেন্টারি বাছাই করতে গিয়ে বিচারকরা পড়লেন বিপদে। জেমস শাটে নির্মিত ‘এ চান্স টু লিভ’ এ ইতালির একটি বাড়িতে বেড়ে ওঠা এক কিশোরের গল্প তাদের মন কাড়ে। আবার যুক্তরাষ্ট্রের তৎকালীন স্বাস্থ্যনীতিকে ব্যঙ্গ করে তৈরি ১০ মিনিটের এনিমেটেড ফিল্ম ‘সো মাস ফর সো লিটল’ও জুরিদের বিহŸল করে রাখে। তাই এই দুইটি ছবিকেই তারা সেরা ডকুমেন্টারি হিসেবে সেই বছর বিজয়ী হিসেবে ঘোষণা দেয়। সেরা অভিনেত্রী, ১৯৬৯ যৌথ অস্কারের ঘটনার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা এটি। বিখ্যাত নির্মাতা ইনগ্রিড বার্গম্যান সেরা অভিনেত্রীর পুরস্কার দিতে মঞ্চে গেলেন। যথারীতি খাম খুললেও হলেন বিস্মিত, একই সংখ্যক ভোট পেয়েছেন দুজন। ৬১ বছর বয়সী দুবার অস্কারজয়ী ক্যাথরিন হেপবার্ন ও ২৬ বছর বয়সী বারবারা দুজনই ৩০-৩০ করে ভোট পেয়েছেন। সে দিন হেপবার্ন অনুষ্ঠানে উপস্থিত না থাকায় সবার নজরে পড়েছিলেন সুন্দরী বারবারার দিকে। রসিক বার্গম্যান তাকে মঞ্চে ডাকেন হ্যালো গর্জিয়াস বলে যা ছিল রুপালি পর্দায় বারবারার প্রথম সংলাপ। সেবারের আসরে ‘দ্য লায়ন ইন উইন্টার’-এর জন্য ৩য় অস্কার পেয়েছিলেন হেপবার্ন। ১৯৮২ সালের অস্কার আসরে ৪র্থ বারের মতো ‘অন গোল্ডেন পন্ড’-এর জন্য অস্কার জিতে সেরা অভিনেত্রী হিসেবে সর্বাধিকবার অস্কারজয়ী হিসেবে আজো আছেন ক্যাথরিন হেপবার্ন। সেরা ডকুমেন্টারি, ১৯৮৭ ১৯৮৭ সালে জুরিদের নজর কাড়ে মনোনীত প্রতিটি ডকুমেন্টারিই। এর মধ্যে থেকে একটা বেছে নেয়ার মতো দুঃসাহস তারা করতে পারেননি। সমান ভোট ও বিষয়ের গভীরতার জন্য দুটি ডকুমেন্টারিই সেরা পুরস্কার পায়। বিখ্যাত যন্ত্রশিল্পী আর্টি শ এর জীবনের ওপর নির্মিত ডকুমেন্টারির সঙ্গে যৌথভাবে সেরা হয় ৮০ দশকের আমেরিকান মানুষের মানসিক দেউলিয়াপনা নিয়ে বানানো ‘ডাউন এন্ড আউট ইন আমেরিকা’। ক্ল্যারিয়েট বাজানো থেকে নিজের অর্কেস্ট্রা ও একের পর এক শ্রোতাপ্রিয় সঙ্গীতের স্রষ্টা আর্টি শ এর জীবনের প্রতি শ্রদ্ধাও জানানো হয় এই ডকুমেন্টারিকে সেরা হিসেবে পুরস্কৃত করে। সেরা শর্টফিল্ম, ১৯৯৫ ফরেস্ট গাম্পে অসামান্য অভিনয়ের জন্য যেবার টম হ্যাংকস অস্কার পেলেন, ঠিক সেই বছরেই শর্টফিল্ম বিভাগে দুটি ছবি সেরা হিসেবে পুরস্কৃত হয়। দুটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের গল্পÑ একটি ফ্রানৎস কাফকার ‘মেটামরফোসিস’ অবলম্বনে আরেকটি একজন সমকামীর আত্মহত্যাকে নিয়ে। নির্মাণকৌশল ও বিষয়ের ওপর বিবেচনা করে অস্কার কমিটির এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে সমকামীদের বিষয় নিয়ে অথবা সাহিত্যের রূপান্তর নিয়ে অনেক চলচ্চিত্র তৈরিতে প্রভাব ফেলে। সেরা সাউন্ড এডিটিং, ২০১৩ যৌথ অস্কারের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ঘটনা এটি। টারান্টিনোর জ্যাঙ্গো আনচেইন্ড, বেন এফ্লেইকের আর্গো ছাপিয়ে সেরা সাউন্ড এডিটিং বিভাগে বিজয়ী হন স্কাইফল ও জিরো ডার্ক থার্টিইয়ান্ড-এর কলাকুশলীরা। স্কাইফলের জন্য ক্যারেন বেকার ও পল হলবার্গ এবং জিরো ডার্ক থার্টিইয়ান্ড-এর জন্য পল অটোসন যৌথভাবে অস্কারের কালো মূর্তিটি নেন অভিনেতা মার্ক ওয়েলবার্গের হাত থেকে। অটোসন, ক্যারেন ও হলবার্গ প্রত্যেকেই সাউন্ড এডিটিংয়ের জন্য আগেও অস্কার পেয়েছিলেনÑ তবে এবারের মতো যৌথভাবে না। সেরা চিত্রনাট্যকার, ২০১৮ এ বছর একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন দুজন। গেট আউট ছবির জন্য সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন জর্ডান পিলে এবং ও কল মি বাই ইউর নেম সিনেমার জন্য জেমস আইভরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App