×

বিনোদন

‘সেন্টিমেন্টাল সেলিম’-এ তারা ছয়জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৮, ০১:২৭ পিএম

‘সেন্টিমেন্টাল সেলিম’-এ তারা ছয়জন
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘সেন্টিমেন্টাল সেলিম’-এ একসঙ্গে অভিনয় করছেন মাহমুদ সাজ্জাদ, জাহিদ হাসান, আরফান, সাজু খাদেম, স্বাগতা ও তানজিকা আমিন। আরটিভিতে প্রচার চলতি এই ধারাবাহিকটির এরইমধ্যে ৫০-এরও বেশি পর্ব প্রচার হয়েছে বলে জানালেন জাহিদ হাসান। তার ভাষ্যমতে দর্শক এবং চ্যানেলের আগ্রহে একটি ধারাবাহিকের পর্বের সংখ্যা বাড়তে থাকে। ‘সেন্টিমেন্টাল সেলিম’র প্রতি দর্শক এবং চ্যানেলের আগ্রহ আছে বলেই ৫২ পর্ব নির্মাণ শেষে আবারো এর নির্মাণকাজ শুরু হয়েছে। তারই শুটিং চলছিল গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। এই শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই ছয়জন তারকাশিল্পী। আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯.২০ মিনিটে প্রচার হয় ধারাবাহিকটি। ধারাবাহিকটি প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এই ধারাবাহিকে আমি নাম ভ‚মিকায় অভিনয় করছি। একটি নাটকের দর্শকপ্রিয়তা কীভাবে নির্ধারিত হয় আমি জানি না। অনেক নতুন শিল্পীদের প্রায়শই বলতে শুনি তারা যাতে অভিনয় করেছেন তা নাকি অসাধারণ হয়েছে, একটু ভিন্ন ধরনের হয়েছে। কিন্তু সেটা কেমন অসাধারণ, কেমন ভিন্ন তা আমার বোধগম্য নয়। আমি আমার কাজটা করে যাই। কেমন হলো না হলো তা দর্শক ভালো বলতে পারবেন। দর্শকের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।’ নাটকে লিজা চরিত্রে অভিনয় করছেন স্বাগতা। স্বাগতার বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদ সাজ্জাদ। তিনি বলেন, ‘বলা যায় আমি নাটকটির শুরু থেকেই অভিনয় করছি। বেশ পরিপাটি একটি ইউনিটে কাজ করছি এবং আমাকে বলতেই হবে যে খুব ভালো একটি নাটকে কাজ করছি, আমরা সবাই মিলে গল্পটা তুলে ধরার চেষ্টা করছি।’ নাটকে মান্নান চরিত্রে আরফান, রাব্বানী চরিত্রে সাজু খাদেম এবং কনা চরিত্রে তানজিকা অভিনয় করছেন। আজ আরটিভিতে রাত ৯.২০ মিনিটে ‘সেন্টিমেন্টাল সেলিম’র ৫২ পর্ব প্রচার হবে। এদিকে আদিবাসী মিজানের নির্দেশনায় ‘মিস্টার টেনশন’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। ধারাবাহিকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন আনিকা কবির শখ। জাহিদ হাসান এরই মধ্যে শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্রের কাজ। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App