×

আন্তর্জাতিক

নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৯ মার্চ ২০১৮, ০৮:২৬ এএম

নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে সময় মঙ্গলবার রাতে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান, প্রথম কার্যকরী সদস্য শাহানারা রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুববিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা শিবলী সাদিক প্রমুখ। সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর সেই আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ড. সিদ্দিকুর রহমান আরও বলেন, ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ন্যায্য দাবি এবং আরও আগে থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনের দাবি থেকে সরে এসে এ ভাষণে সরাসরি বাংলাদেশকে স্বাধীন করার স্পষ্ট ঘোষণা দেন বঙ্গবন্ধু। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর নির্যাতন প্রতিরোধের ডাক দিয়ে বঙ্গবন্ধু সেদিন স্পষ্টভাবে ঘোষণা দেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App