×

জাতীয়

সরকারের দৃষ্টি জনগণের দিকে নেই: এরশাদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ০৭:২৪ পিএম

সরকারের দৃষ্টি জনগণের দিকে নেই: এরশাদ

Rf

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের ভালোবাসা প্রয়োজন। কিন্তু সরকারের দৃষ্টি এখন জনগণের দিকে নেই। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্চ ঈদগাহ মাঠে এক তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করে জেলা জাতীয় পার্টি। সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হয়, কিন্তু বাস্তবে তার চিত্র উল্টো। গ্রামেগঞ্জে গিয়ে এর প্রমাণ মেলে না। চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস চলছে।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশা করেন এরশাদ। তবে তার জন্য বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর গুরুত্ব দেন তিনি। এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। নাসিরনগর নির্বাচনেই প্রমাণ হবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ।’ নাসিরনগরের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও প্রাণীসম্পদমন্ত্রী সায়েদুল হকের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সমাবেশে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আনিসুল হক মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, সৈয়দ আবুল হোসেন বাবলা প্রমুখ বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App