×

জাতীয়

২৪ মার্চ ঢাকা হবে জনসমুদ্র: বাবলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ০৯:৩৩ পিএম

২৪ মার্চ ঢাকা হবে জনসমুদ্র: বাবলা
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘আগামী ২৪ মার্চ রাজধানী ঢাকা হবে লোকে লোকারণ্য, জনসমুদ্র। নগরীর অলিগলি থাকবে এরশাদ সৈনিকদের দখলে। লাঙলের সমর্থনে অনুষ্ঠিত হবে স্মরণকালের মহাসমাবেশ।’ ২৪ মার্চ মহাসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার বিকেলে রাজধানীর শ্যামপুরে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। বাবলা বলেন, ‘বিগত ২৮ বছর ধরে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। বরং মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশে শান্তি নেই, মানুষের মুখে হাসি নেই। তাই মানুষ এখন দিনবদলের অপেক্ষায় রয়েছে। তারা এই অবস্থার পরির্তন চায়।’ ‘পল্লিবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের দিনবদল করবে। আগামী ২৪ মার্চ মহাসমাবেশের মহাসমুদ্র দিনবদলের যাত্রা শুরু করবে। এই যাত্রাপথের নেতৃত্বে দেবেন প্রাক্তন সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ। তার নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে,’ এমপি বাবলা। তিনি আগামী ২৪ মার্চ জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের এলাকায় প্রচার মিছিল পথসভা করার নির্দেশনা দেন। শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির এই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, শেখ মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App