×

আন্তর্জাতিক

পারমাণবিক শক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ০৬:২১ পিএম

পারমাণবিক শক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান!

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতা। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের থেকে তাদের অস্ত্র ভাণ্ডারে ১০টির বেশি পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু বোমা বিষয়ক সংস্থার ‘বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টে’ উঠে এসেছে এমনই তথ্য।

গত কয়েক বছরের নিরিখে তৈরি ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে ১২০টি পরমাণু বোমা।

এই সংস্থার নিউক্লিয়ার নোটবুকে স্মরণ করা হয়েছে, ১৯৯৮ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষা করেছিল ভারত ও পাকিস্তান। আর এর মধ্যে দিয়েই দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়। ২০০২ সাল থেকেই পরমাণু অস্ত্র সম্ভারে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App