×

জাতীয়

দুই-তৃতীয়াংশ আসনে জয় পাবে আ.লীগ: সাঈদ খোকন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ০৯:৩৫ পিএম

দুই-তৃতীয়াংশ আসনে জয় পাবে আ.লীগ: সাঈদ খোকন
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসছে। আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে সরকার গঠন করবে আওয়ামী লীগ।’ রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিনি অডিটরিয়ামে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ৭ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে মালিক শ্রমিক যৌথসভায় এ কথা বলেন মেয়র। ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর আবু আহমেদ মান্নফী ও শ্রমিক নেতারা। মেয়র খোকন বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু কন্যার প্রত্যেকটি কথা শুনবেন। সেদিন প্রধানমন্ত্রী যেসব দিকনির্দেশনা দেবেন তা পাড়া-মহল্লা সকল মানুষের নিকট পৌঁছে দেবেন। আমরা জনগণকে সংগঠিত করে এই যে অর্থনৈতিক মুক্তির যাত্রা শুরু হয়েছে তা বাস্তবায়নের রূপ দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অর্থনৈতিক মুক্তি বাস্তব রূপ লাভ করবে, দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।’ মেয়র বলেন, ‘আগামী ৭ মার্চ স্মরণকালের সর্ববৃহৎ জমায়েতের মধ্য দিয়ে রেকর্ড করতে চাই।’ এজন্য ঢাকা ও আশপাশের সর্বস্তরের মানুষের পাশাপাশি শ্রমিকদের অংশ গ্রহণের আহ্বান করেন তিনি। ওই দিন প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন বলেও জানান মেয়র। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে এটা আমাদের জন্য গৌরবের-অহংকারের। এই স্বীকৃতির ফলে যত দিন এই পৃথিবীতে মানব সভ্যতা থাকবে, যত দিন পৃথিবীতে রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে, যতদিন জাতিসংঘ থাকবে তত দিন মহান মুজিবের ভাষণ টিকে থাকবে।’ খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা শ্রমিকরাই জড়ো হলে সর্ববৃহৎ জনসভা হবে। ওই দিন সায়দাবাদ-গুলিস্তান থেকে ৭ হাজার, ফুলবাড়িয়া-মিরপুর থেকে ৫ হাজার এবং মহাখালী-গাবতলী থেকে ২ হাজার মোট ১৪ হাজার শ্রমিক আসবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App