×

আন্তর্জাতিক

লাতিন আমেরিকায় নজর চীনের, সতর্ক মার্কিন গোয়েন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৮, ০৬:৩৭ পিএম

লাতিন আমেরিকায় নজর চীনের, সতর্ক মার্কিন গোয়েন্দা
লাতিন আমেরিকায় নজর চীনের, সতর্ক মার্কিন গোয়েন্দা

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, লাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে বেইজিং। এ ব্যাপারে থিঙ্ক ট্যাঙ্ক সিকিওর ফ্রি সোসাইটি এক রিপোর্টে জানিয়েছে, চীনা এই আগ্রাসন এখনই না থামালে ভবিষ্যতে আমেরিকার সার্বিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে।

‘দ্য ড্রাগন অ্যান্ড দ্য কনডর’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার উপর চীনা অর্থনীতির একটা প্রত্যক্ষ প্রভাব তো রয়েছেই, এখন আবার লাতিন আমেরিকার দেশগুলোর অভ্যন্তরীণ প্রতিরক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করছে বেইজিং। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি একে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App