×

জাতীয়

প্রলোভনে পা দেয়নি এলডিপি, বিএনপিকে মনে রাখতে হবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৮, ০৯:৩৫ পিএম

প্রলোভনে পা দেয়নি এলডিপি, বিএনপিকে মনে রাখতে হবে
বিগত নির্বাচনে সরকারের প্রলোভনে এলডিপি পা দেয়নি দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘এই বিষয়টি বিএনপিকে মনে রাখতে হবে। বিএনপিকে জোটের শরিক দলগুলোকে মর্যাদা দিতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্যও তৈরি থাকতে হবে।’ শনিবার বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির যৌথ সভায় বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন সেলিম। সেলিম বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে কর্নেল অলি মন্ত্রীসহ অনেকেই এমপি হতে পারতেন। তখন তিনি সরকারের কোনো প্রলোভনে পা দেননি। এই বিষয়টি বিএনপিকে মনে রাখতে হবে। বিএনপিকে জোটের শরিক দলগুলোকে মর্যাদা দিতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্যও তৈরি থাকতে হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ৩০ জনের তালিকা দেয়ার বিষয়টি মিথ্যা হিসেবে দাবি করেছেন এলডিপির এই শীর্ষ নেতা। সেলিম বলেন, ‘মির্জা ফখরুলের সঙ্গে কর্নেল অলির বৈঠকের বিষয় কোনো তালিকা দেয়ার জন্য হয়নি। বৈঠক হয়েছে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে করণীয় নিয়ে। সুতরাং এই তালিকা নিয়ে যারা অপপ্রচার করছেন কিংবা জোটের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা প্রকারান্তরে সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে। এখন আমাদের প্রধান কাজ হলো দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়া। মনে রাখতে হবে এই আন্দোলনে বিজয়ের কোনো বিকল্প নেই।’ এলডিপি নেতা বলেন, ‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এলডিপির প্রার্থী তালিকা এখানেই শেষ নয়। এই তালিকা প্রনয়ন চলছে। তালিকা আরও বেশি সমৃদ্ধ হবে।’ সেলিম বলেন, ‘যোগ্য প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। মনে রাখতে হবে, এলডিপি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রনয়ন করছে তা স্বাভাবিক। এটি নিয়ে কোনো বিভ্রান্তি ও অপরাজনীতি করার সুযোগ নেই।’ শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিএনপি জোট নেতা-কর্মীদের ওপর আঘাত করতে। যারা এই কাজটি করছে তারা কী চায় তা বুঝতে হবে। জোটের কর্মসূচি প্রণয়ন করতে হবে। কর্মসূচির ভিত্তিতে রাজপথে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের আমন্ত্রণ জানানো না হলেও জোট নেতারা নিজ উদ্যোগে সেই দায়িত্ব পালন করছেন, এটি বিএনপিকে মনে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘জোটের প্রধান দল হিসেবে বিএনপির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। সেই দায়িত্ব পালনের ব্যর্থ হলে যেকোনো অপশক্তি সেই সুযোগ গ্রহণ করতে পারে।’ গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজউদ্দিন টিটু’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এলডিপির সাংগঠনিক সম্পাদক এম এ বাশার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মহিউদ্দিন মাহি, উত্তরের যুগ্ম আহ্বায়ক কাজী নিজামুল হীরাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App