×

জাতীয়

তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাদের ভারী অস্ত্র প্রদর্শন : বিকেলে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৮, ০১:৪২ পিএম

তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাদের ভারী অস্ত্র প্রদর্শন : বিকেলে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক
মিয়ানমার সেনাদের ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি। আহবানে সাড়া দিয়ে বিজিপি আজ শুক্রবার বিকেল ৩টায় পতাকা বৈঠক করার কথা জানিয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যানট কর্নেল মঞ্জুরুল আহসান খাঁন জানান, গতকালকের ঘটনা নিয়ে আলোচনা করতে এ বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে সীমান্তে ভারী অস্ত্র প্রদর্শনের কারণ জানতে চাওয়া হবে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার তুমব্রু সীমান্তে কাঁটাতারের কাছে প্রায় তিন শতাধিক সেনা মোতায়েন করে মিয়ানমার। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনারা রোহিঙ্গাদের ভয়ভীতি দেখায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে নো-ম্যান্স ল্যান্ডে অবস্থানরত প্রায় ছয় হাজার রোহিঙ্গা। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অংশ থেকে ফের ফাঁকা গুলির শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বেশ কয়েকটি ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা আরো বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঢুকে হামলা ও ফাঁকা গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পরে রোহিঙ্গারা জবাব দিলে পিছু হটে সেনা সদস্যরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশের সীমান্তবাহিনী বিজিবির সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App