×

খেলা

লা লিগায় আবারও হারল রিয়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৩ এএম

লা লিগায় আবারও হারল রিয়াল
লা লিগায় আবারও হারল রিয়াল
সব প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে বড় ব্যবধানের জয়ে স্বরূপে ফেরার আভাস দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু লা লিগায় আবারও হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দলটি। লিগে চলতি মাসের শুরুতে সবশেষ লেভান্তের বিপক্ষে ২-২ গোলে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। এরপর থেকে টানা কয়েক ম্যাচে জিতে ছন্দে ফেরার কথা জানান দিচ্ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে আবারও মৌসুমের শুরুর দিকের অবস্থায় দেখা গেছে তারকা সমৃদ্ধ রিয়ালকে। মার্চের শুরুতেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি খেলতে যাবে রিয়াল। গুরুত্বপূর্ণ ওই ম্যাচকে সামনে রেখে  এস্পানিওলের বিপক্ষে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন জিদান। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ম্যাচের শুরুর দিকে বেঞ্চ বসে ছিলেন আক্রমণ ভাগের আরেক সেনানী করিম বেনজেমা। এছাড়া ইনজুরির কারণে দলটিতে ছিলেন মিডফিল্ডের নির্ভরযোগ্য তারকা টনি ক্রুস, লুকা মদ্রিচ ও মার্সেলো। এমন বাজে একাদশ পেয়ে ঘরের মাঠে রিয়ালকে রুখে দিয়েছে এস্পানিওল। ম্যাচের ৬৯ মিনিটে ইসকোর বদলি হিসেবে নামা বেনজেমাও রিয়ালকে গোল এনে দিতে পারেননি। তারকাহীন দল নিয়ে ম্যাচের প্রায় পুরো সময়ই নিজেদের গোলপোস্ট নিরাপদে রাখতে পারলেও শেষপর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি রিয়ালের খেলোয়াড়রা। ম্যাচের যোগ হওয়া সময়ে গোল করে রিয়াল ভক্তদের হতাশা উপহার দেয় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দল এস্পানিওল। এ সময় ডান দিক থেকে সার্জিও গার্সিয়ার ক্রস থেকে ডি-বক্সে জোরালো শটে রিয়ালের জালে বল পাঠান স্প্যানিশ তারকা মোরেনো। এর ফলে লা লিগায় চলতি মৌসুমে পঞ্চম হারের স্বাদ পেল রিয়াল। প্রতিপক্ষের মাঠে এ হারের পর লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। আর কাতালান ক্লাবটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App