×

তথ্যপ্রযুক্তি

ঘণ্টায় ৪শ’ কিলোমিটার গতির ট্রেন বানাচ্ছে চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৫৭ পিএম

ঘণ্টায় ৪শ’ কিলোমিটার গতির ট্রেন বানাচ্ছে চীন
চীন ঘণ্টায় সর্বোচ্চ ৪শ’ কিলোমিটার গতির নতুন বুলেট ট্রেন তৈরি করছে। দেশটিতে দ্রুত গতির রেলওয়ে প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার। সোমবার এক সংবাদ সম্মেলনে চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দিং রংজুন জানান, চীন পরবর্তী প্রজন্মের জন্য সর্বোচ ৬শ’ কিলোমিটার গতির চুম্বক গতির ট্রেন বানাতে গবেষণা করছে। দিং বলেন, ট্রেনের সাথে টিভি সিগনালকে কিভাবে সংযুক্ত করা যায় বর্তমানে আমরা সেটার ওপর বেশী গুরুত্ব দিচ্ছি। তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরণের ট্রেনে স্বয়ংক্রিয় পদ্ধতি এবং চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করা হবে। চীনে বর্তমানে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালু রয়েছে। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ফুজিং বুলেট ট্রেন চালুর পর চীনে এ গতি যুক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App