×

আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৭ এএম

সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত
সিরিয়ায় এক মাসের যুদ্ধবিরতি চেয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। আটকে পড়াদের চিকিৎসা ও ত্রাণ পৌঁছে দিতে এ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে। তবে বেশ কিছু বড় জিহাদি বিদ্রোহী সংগঠন ও তাদের সহযোগীরা এ বিরতির আওতায় না আসায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহ থেকে ঘৌতায় বিদ্রোহীদের ছিটমহলে বোমা হামলা শুরু করছে সরকারি বাহিনী। নিউ ইয়র্কে যুদ্ধবিরতির বিষয়ে ভোটের পর বোমা হামলা চলছে বলে জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা। একমত হতে না পারায় বৃহস্পতিবার থেকে ভোট কয়েক দফা পিছিয়েছে। সিরিয়ার সরকারের মিত্র রাশিয়া চুক্তির খসরায় কিছু পরিবর্তন চেয়েছিল। অন্যদিকে পশ্চিমা কূটনীতিকরা মস্কোকে সময় নষ্ট করার জন্য দায়ী করছিল। রোববার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের গুলিতে দামাস্কাসে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App