×

তথ্যপ্রযুক্তি

সবচেয়ে কম গতির ফোরজি ভারতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৪ পিএম

সবচেয়ে কম গতির ফোরজি ভারতে
ফোরজি মোবাইল নেটওয়ার্ক রয়েছে এমন ৭৭ টি দেশের মধ্যে গতিতে পিছিয়ে রয়েছে ভারতে। সম্প্রতি ব্রিটেনের সংস্থা ওপেন সিগন্যাল এই তথ্য জানিয়েছে। তাদের সাম্প্রতিকতম সমীক্ষায় ধরা পড়েছে ৭৭ দেশের মধ্যে ভারতেই সবচেয়ে কম ফোর জি নেটের গতি। বিশ্বের গড় হিসাব বলছে ফোরজি গতি গত ছয় ‌মাসে ১৬.‌২ এমবিপিএস থেকে ১৬.‌৬ এমবিপিএস হয়েছে। সেখানে ভারতে গড় ডাউনলোড স্পিড মাত্র ৬.‌১ এমবিপিএস। গত ছয় ‌মাসে প্রত্যেক দেশেই নেট স্পিড বেড়েছে। যদিও রিপোর্টে বলছে, কোনও দেশেই সর্বোচ্চ ফোর জি নেটের গতি ৫০ এমবিপিএস স্পর্শ করতে পারেনি। সমীক্ষায় ধরা পড়েছে, সবচেয়ে বেশি গড় ফোর জি নেট স্পিড সিঙ্গাপুরে, ৪৫ এমবিপিএস। ওপেন সিগন্যালের মতে, এখনও ভারতে সবচেয়ে বেশি ফোর জি নেট গতি জিও–র। গত ছয়‌মাসে প্রায় ৫০ শতাংশ নেট-গতি বেড়েছে তাদের। ৩.‌৯ এমবিপিএস থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.‌৮ এমবিপিএসে। সে তুলনায় এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন বা বিএসএনএল এখন অনেকটাই পিছিয়ে। সম্প্রতি ফোরজির দুনিয়ায় প্রবেশ করেছে বাংলাদেশ। গ্রাহকদের মোবাইল অপারেটররা ফোরজিতে কত গতি দিচ্ছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ফোরজিতে কমপক্ষে ৭ এমবিপিএস গতি নির্ধারণ করে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App