×

তথ্যপ্রযুক্তি

ভিন গ্রহের প্রাণীরা পাঠাচ্ছে হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৭ এএম

ভিন গ্রহের প্রাণীরা পাঠাচ্ছে হুমকি
মহাকাশ গবেষণা সংস্থা সর্বক্ষণই ভিনগ্রহের প্রাণীদের খোঁজে ব্যস্ত। আদৌ সেই গ্রহে কোনও প্রাণী আছে কিনা তা জানার জন্য বার্তা পাঠানো হয়ে থাকে। অনেকসময় সেই বার্তার জবাবও মেলে। কিন্তু সম্প্রতি দুই বিজ্ঞানী দাবি করেছেন, ভিন গ্রহের প্রাণীরা যে বার্তা পাঠাচ্ছে তা ভাল করে পড়া উচিত। না হলে মনুষ্যজাতিকে ধ্বংস করে দিতে পারে তারা। দুই বিজ্ঞানীর মতে, পৃথিবীতে থাকা মনুষ্যজাতিকে ধ্বংস করার জন্য তাদের এখানে আসার কোনও দরকার নেই। তাঁদের পাঠানো বার্তাই যথেষ্ট। যদি না সেগুলো ঠিকভাবে পড়া হয়। যদিও, এই বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কারণ, এই দুই বিজ্ঞানী আলাদা করে গবেষণার ফল জানিয়েছেন। এই গবেষণায় সরকারি সিলমোহর লাগেনি এখনও। তাই আতঙ্কের এখনও কোনও কারণ নেই।   ‌

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App