×

জাতীয়

উচ্চ আদালতে বাংলার আরও বেশি ব্যবহারের উদ্যোগ নেব : প্রধান বিচারপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৭ পিএম

উচ্চ আদালতে বাংলার আরও বেশি ব্যবহারের উদ্যোগ নেব : প্রধান বিচারপতি
উচ্চ আদালতে বাংলার আরও বেশি ব্যবহারের উদ্যোগ নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, উচ্চ আদালতের রায় এখন বাংলায় হচ্ছে। অন্যান্য বিষয়ও বাংলা করা সম্ভব। বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, উচ্চ আদালতের সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার চালু করা উচিত। প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের মানসিকতা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App