×

সাহিত্য

বই মেলায় শামসের ছয়টি বই

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫১ পিএম

বই মেলায় শামসের ছয়টি বই

মাঠে ঘাঠে ঘুরে বেড়ানো কোনো রিপোর্টার হিসেবে শামসুজ্জামান শামস প্রথম শত গ্রন্থের প্রণেতা। ১৯৯৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১১১। যে ক’জন তরুণ লেখক অল্প সময়ে পাঠক মহলে জায়গা করে নিয়েছেন শামস তাদের মধ্যে অন্যতম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং ঈদ সংখ্যায় গল্প, উপন্যাস ও নানা বিষয়ের ওপর নিয়মিত লিখছেন অবিরাম। এবার অমর একুশে বইমেলায় তার ৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। মেলার কেন্দ্রস্থলে ১৮ নং প্যাভিলিয়ন শোভা প্রকাশের স্টল। ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস বই দুটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। রিদম প্রকাশনা সংস্থা স্টলনং ৩৭৬-৩৭৭ থেকে প্রকাশিত হয়েছে তিনটি বই। ‘নানা বর্ণে নানা খেলা’, ‘দশ কিংবদন্তি’ এবং ‘মঙ্গল জয়ের অপেক্ষায়’। ‘সোফিয়ার ঢাকা দর্শন ও অন্যান্য রোবট’ বইটি প্রকাশ করেছে সূচায়নী। স্টলনং ২৯১-২৯২। শামসুজ্জামান শামস দুই দশকেরও বেশি সময় ধরে সাহিত্যের শাখা-প্রশাখায় বিচরণ করছেন। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ, প্রবন্ধ, কলামসহ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। অবশ্য সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করলেও কথাসাহিত্য তার বেশি পছন্দের। এ পর্যন্ত তার ক্রীড়াবিষয়ক ৩০ টি বই প্রকাশিত হয়েছে। ব্যক্তিজীবনে কোলাহল থেকে দূরে থাকতে স্বাচ্ছদ্যবোধকারী এ লেখকের লেখালেখি শুরু নব্বই দশকের মাঝামাঝি। শামস বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক। এ তরুণ লেখকের গদ্য সরলও সহজ। পাঠক সহজেই কাহিনীর ভেতর ঢুকে যেতে পারে। গ্রাম, নগর সব মানুষই তার কলমে স্থান পায়। তিনি সমাজের ভন্ডামির কথা বলেন সাহসের সঙ্গে। নর-নারীর প্রেমের চিত্র আঁকেন কবিতার মতো। তার একটি কবি মন আছে। বিরহের নীল আকাশ, মেয়েরা এমনই হয়, মেঘ ভাঙা রোদ, মন দিয়েছি তোমায়, মনময়ূরী, চাওয়া-পাওয়া, একাত্তরের আলাল-দুলাল উপন্যাসের মাধ্যমে পাঠক প্রিয়তা অর্জনকারী এ লেখক ২০১০ সাল থেকে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App