×

খেলা

পেশাদার ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পিটারসেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২০ পিএম

পেশাদার ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পিটারসেন

আসন্ন পাকিস্তান সুপার লীগ(পিএসএল) টি-২০ টুর্নামেন্ট খেলেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৩-১৪ মৌসুমে এ্যাশেজ সিরিজ হারার পর বিতর্কিতভাবে ইংল্যান্ড দল থেকে বাদ পড়া পিটারসেন খেলোয়াড় হিসেবে শেষ টুর্নামেন্ট খেলবেন পিএসএল।

৩৪ বছর বয়সী পিটারসেন পাকিস্তানের জিও টিভিকে বলেন, একজন ক্রিকেটার হিসেবে আগামী তিন-চার সপ্তাহ হবে তার শেষ সময়। একজন খেলোয়াড় হিসেবে আসন্ন পিএসএল হবে তার শেষ টুর্নামেন্ট।

পিটারসেন বলেন, ‘সব বিদায়কেই আমি ঘৃনা করে আসছি। তবে সবাইকেই এক সময় বিদায় নিতে হবে সেটাও জানি। অসাধারণ একটি পথ পাড়ি দিয়ে এসেছি এবং আগামী তিন-চার সপ্তাহ পেশাদার খেলোয়াড় হিসেবে থাকব, এরপর এ অধ্যায়ের সমাপ্তি।’

২০০৫- ২০১৪ সাল পর্যন্ত বর্ণাঢ্য ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে এবং ৩৭টি টি-২০ খেলেছেন পিটারসেন। বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App