×

জাতীয়

গণশিক্ষা মন্ত্রী যখন ক্রিকেট ব্যাট হাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:০৮ পিএম

গণশিক্ষা মন্ত্রী যখন ক্রিকেট ব্যাট হাতে

গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার। নিজের সংসদীয় এলাকায় দারুণ জনপ্রিয় তিনি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ বার। স্বাভাবিকভাবেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তার সূচক। ২০০১ সালে দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে ৫ টি যখন দলের হাতছাড়া হয়ে যায় তখন তিনি আওয়ামী লীগের একমাত্র জয়ী প্রার্থী ছিলেন।

সুযোগ পেলেই নিজ সংসদীয় এলাকা ( দিনাজপুর ৫, পার্বতীপুর-ফুলবাড়ি) এলাকায় চলে যান। নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। খোঁজখবর নেন, মাদক নির্মূলে নানা কাজে উদ্যোগী হন। কিন্তু আজ মঙ্গলবার তাঁকে দেখা গেল ক্রিকেট ব্যাট হাতে।

জানা গেছে, আজ পার্বতীপুর উপজেলার স্থানীয় শহীদ ময়দানে (সাবেক জিন্নাহ মাঠ) চতুর্থ ইয়ং স্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময়ে ব্যাট হাতে তিনিও নেমে পড়েন। করতালি দিয়ে তাঁকে সম্ভাষণ জানান তরুণ ক্রিকেটাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App