×

আন্তর্জাতিক

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৬ পিএম

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের!

পাকিস্তান ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ ভারতের। জানা গিয়েছে, আজ পাকিস্তানের গুলির যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনারাও। এখনও পর্যন্ত ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা যায়।

কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, এর আগে শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার উল্টাদিক থেকে গুলি চালায় পাকিস্তান। সেনা সূত্রে খবর, অনুপ্রবেশ আটকাতে গুলি চালায় তারা। ঘটনায় এক সেনা অফিসার আহত হন। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, গত ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ২০ পাক সেনাকে হত্যা করেছে ভারত। কিন্তু তারপর পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতীয় সেনার ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনা। ভারতের ৫ সেনাকে হত্যা করেছে বলেও দাবি করে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই দাবি মিথ্যে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App