×

আন্তর্জাতিক

পদত্যাগে করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৯ এএম

পদত্যাগে করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগ করেছেন। রাজনৈতিক চাপে পড়ে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরআগে, পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছিলো তার নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। বৃহস্পতিবার এ অনাস্থা আনার কথা ছিল। এএনসি’র নতুন নেতা ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রমফোসাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার জন্যই ৭৫ বছর বয়সী জ্যাকব জুমার ওপর চাপ বাড়ানো হয়েছিলো। রামাফোসা হবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট একথা জানিয়েছেন পল মাশাতিলে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থপাচারের একাধিক অভিযোগ আদালতে প্রমাণিত হবার পর এএনসি সভাপতির পদ হারিয়েছিলেন জ্যাকব জুমা। কিন্তু দলের নেতাদের বারংবার অনুরোধ সত্ত্বেও প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চাননি তিনি। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দুর্নীতি ও নানাবিধ কেলেঙ্কারিতে জড়িত এই নেতাকে এবার তার পূর্বসূরী থাবো এমবেকির মতোই ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App