×

আন্তর্জাতিক

না ফেরার দেশে জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা সাভানগিরাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৫ পিএম

না ফেরার দেশে জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা সাভানগিরাই
আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রধান বিরোধীদলীয় নেতা মরগ্যান সাভানগিরাই মারা গেছেন। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ছাড়েন ৬৫ বছর বয়সী সাভানগিরাই। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সূত্র: বিবিসি, আল জাজিরা। সাভানগিরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর ভাইস প্রেসিডেন্ট এলিয়াস মুডজুরি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ২০০০ সালে এমডিসি পার্টি গঠন করেন সাভানগিরাই। তিনি মূলত জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে বিখ্যাত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তাকে কারাভোগ করতে হয়েছে। ২০০৮ সালে চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সাভানগিরাইকে প্রধানমন্ত্রীত্ব দেন সাবেক প্রেসিডেন্ট মুগাবে। ২০১৩ সালের নির্বাচনে সাভানগিরাই বিপুল ভোটে হেরে যান। মুগাবের বিপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার হলেও সাভানগিরাই নিজের রাজনৈতিক দলের মধ্যে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন বলে অভিযোগ করেন এমডিসি'র কয়েকজন নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App