×

বিনোদন

রেডিওতে ভালোবাসার গল্প শোনাবেন তপু-নাজিবা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৫ পিএম

রেডিওতে ভালোবাসার গল্প শোনাবেন তপু-নাজিবা
ভালোবাসা মানে এক জোড়া বিশ্বস্ত হাত, নিজের হাতের ওপর থাকা। ভালোবাসা মানে চোখের দিকে তাকিয়ে সারাটি জীবন পার করে দেয়ার প্রতিজ্ঞা। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ায় সীমাহীন বলিরেখার দিকে অপলক চেয়ে থাকাই ভালোবাসা। ভালোবাসা মানে একটি অদেখা ভুবনে দু’জনের বসবাস। যেখানে অন্য কারে প্রবেশের অধিকার নেই। বিশ্বাস, নির্ভরতা, জীবনের কঠিন সময়ে হাতে হাত রেখে অবিরাম হেটে চলার সৎ সাহসের নাম ভালোবাসা। পৃথিবীর সব মানুষের কাছে ভালোবাসার ব্যাখ্যা একান্ত নিজস্ব। একজন মানুষের ভালোবাসার অনুভূতি, ভালোবাসার ব্যাখ্যা কখনোই অন্য মানুষের অনুভূতির সঙ্গে মিলবে না। ব্যাখ্যা বা অনুভূতি ভিন্ন হলেও সবার ওপরে ভালোবাসাই কিন্তু আসল। ভালোবাসা চিরজীবন ভালো থাক। কোনোদিন যেনো এর শেষ না হয়। এ চিন্তা থেকেই ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে সন্ধ্যা ৭টায় ‘রেডিও একাত্তর ৯৮.৪ এফএম’ একটি শো’র আয়োজন করেছে। যার নাম ‘ভালোবাসা, ভালো থাক’। আরজে তানজিম-এর হোস্টিংয়ে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী তপু এবং তার স্ত্রী নাজিবা। তাই ভালোবাসা দিবসে তপু দম্পতির ভালোবাসার অনুভূতিগুলোর কথাগুলো শুনতে চাইলে টিউন করতে পারেন ‘রেডিও একাত্তর ৯৮.৪ এফএম’-এ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App