×

জাতীয়

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৪ পিএম

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। ক্রমেই আমদানি বাণিজ্য কমে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামতে শুরু করেছে। বর্তমানে ওপারে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৫ হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে সেখানকার সিন্ডিকেটের কারণে। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে পৌর সভার লোকজন সিরিয়ালের নামে ট্রাক দিনের পর দিন আটকে রেখে ড্যামারেজ বাবদ হাজার হাজার টাকা চাঁদাবাজি করছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল চেকপোস্টে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক এনট্রির নামে অহেতুক সময় নষ্ট করায় সারাদিনে ট্রাক ঢোকা কমে গিয়ে রাজস্ব আদায়ে ধস নামতে শুরু করেছে। কাস্টমস চেকপোস্টের একটি পয়েন্টে ট্রাক এনট্রি করলে সময় যেমন বাঁচবে, তেমনি বাড়বে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানিকৃত পণ্যের ওপর মনগড়া মূল্য চাপিয়ে শুল্কায়ন করন বন্ধসহ বন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা হলে এই বন্দর থেকে প্রতিবছর সরকারের ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় সম্ভব বলে ব্যবসায়ীদের অভিমত। বেনাপোল বন্দরে কীভাবে রাজস্ব আয় বৃদ্ধি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনা যায়, সে নিয়ে কাস্টমস ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মঙ্গলবার কাস্টমস কমিশনারের কার্যালয়ে যৌথ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী। সভায় জরুরিভিত্তিতে দুই দেশের কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে যৌথ সভা করে বিরাজমান সমস্যা নিরসন করার সিদ্ধান্ত হয়। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দূর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App