×

জাতীয়

বিএনপি মিথ্যাচারের দল : হানিফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:০২ পিএম

বিএনপি মিথ্যাচারের দল : হানিফ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় দলটি দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও মিথ্যাচারের দল বলে প্রমাণিত হয়েছে, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘তারেক জিয়া লন্ডনে বসে দূতাবাসে হামলা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার দেয় নাই। এই মামলা দিয়েছিল ১/১১’র সরকার। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আইন তার নিজ গতিতে চলেছে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।’

এ সময় শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আহ্বান জানান হানিফ।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

জাফরউল্লাহ বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সহায়তায় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে। কিন্ত জনগণ তাদের প্রত্যাখান করেছে।’

জাফরউল্লাহ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচন। যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। কিন্তু বিএনপি-জামায়তসহ স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে যড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির রাজনৈতিক পরিচয় টিকে থাকবে না।’

আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App