×

খেলা

জাতীয় ক্রিকেট দলের পিকনিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৬ পিএম

জাতীয় ক্রিকেট দলের পিকনিক
আশা ছিল তিনটি সিরিজই জিতবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে উড়ন্ত সূচনাও হয়েছিল জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কাকে হারিয়ে; কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে টানা পরাজয়। যার অর্থ, ফাইনালেও হার। শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে শিরোপা জেতা হলো না আর টাইগারদের। এরপর ভাবনা ছিল, ঘরের মাঠে যেহেতু সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মত দলের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষেও জেতা যাবে এমনই বিশ্বাস ছিল। সম্পূর্ণ জেতার মানসিকতা নিয়েই টেস্ট সিরিজে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ। কিছুটা দুর্ভাগ্য অবশ্য ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকেই ভর করেছে বাংলাদেশ দলের ওপর। দলের সেরা পারফরমার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আচমকা চোট পেয়ে মাঠের বাইরে। যে কারণে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। তাতেও হতাশ ছিল না টিম বাংলাদেশ। চট্টগ্রাম এবং ঢাকায় লঙ্কানদের কুপোকাত করার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল কিন্তু চট্টগ্রামে শেষ মুহূর্তে মুমিনুল আর লিটন কুমার দাসের সাহসিকতায় কোনমতে টেস্ট বাঁচানো গেলেও ঢাকায় আর পারা যায়নি। পরাজয় ২১৫ রানের বিশাল ব্যবধানে। এতটা বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। পারেনি দলের ক্রিকেটাররাও। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তারা। একদিন পরই আবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে হবে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। সংক্ষিপ্ততম সংস্করণের এই ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার আগে নিজেদের মানসিক অবসাদ দূর করা প্রয়োজন। বলতে গেলে ক্রিকেটারদের মানসিক সেই ধাক্কা কাটিয়ে তোলার জন্যই টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে বিকল্প পথ। আজ সকালেই দলবল নিয়ে টিম ম্যানেজমেন্ট হাজির হয়ে গিয়েছে পূর্বাচলের একটি রিসোর্টে। সেখানে পিকনিক করছে ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে এ খবর। সকাল ১১টায় টিম হোটেল সোনারগাঁও থেকে পূর্বাচলের ওই রিসোর্টে পৌঁছে যায় জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে সারাদিন হাসি-আনন্দ এবং খাওয়া-দাওয়া শেষে বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলায় গিয়ে অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App