×

জাতীয়

উনাকে কি হোটেল সোনারগাঁওয়ে রাখতে হবে- শেখ সেলিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৩ পিএম

উনাকে কি হোটেল সোনারগাঁওয়ে রাখতে হবে- শেখ সেলিম

ফাইল ছবি।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে ডিভিশন পাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘ওনারে এত সুন্দর একটা বাড়ি দেওয়া হয়েছে, গোটা জেলাখানাই তো ওনারে দিয়ে দেওয়া হয়েছে। কত আরাম-আয়েশে আছে। আর বলে কি উনারে ডিভিশন দেওয়া হয় নাই, অমুক দেওয়া হয় নাই, তমুক দেওয়া হয় নাই। উনাকে কি পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে রাখতে হবে? চুরি করে টাকা আত্মসাৎ করেছে। ওনাকে তো কনডেম সেলে রাখা উচিত। ওনার তো কাজ করা উচিত।’

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ সেলিম। একইসঙ্গে তিনি ‘ওয়ান্টেড’ আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলার পেছনেও তারেক রহমান জড়িত অভিযোগ করে তিনি বলেন, ‘তারেকের নির্দেশে লন্ডনে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে। তার নির্দেশে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সেদিন হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে হামলা করলো, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলো। বৃটিশ সরকারের কাছে আমার প্রশ্ন, এই সন্ত্রাসী, জঙ্গিরা কিভাবে আমাদের হাইকমিশনে ঢুকলো। এখানে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। এখানে (ঢাকায়) আপনাদের হাইকমিশনে যদি এ ধরনের ঘটনা ঘটতো, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিতাম।’

সাবেক মন্ত্রী শেখ সেলিম বলেন, ‘এটা আপনাদের (বৃটিশ সরকারের) ব্যর্থতা। এর সঙ্গে জড়িত তারেক জিয়া একজন সন্ত্রাসী, জঙ্গি ও সাজাপ্রাপ্ত আসামি। আপনাদের ওখানে বসে অপকর্ম করবে, আর আপনারা দেখবেন না- এটা হতে পারে না। আপনাদের বলবো, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আইনানুগ ব্যবস্থা নিয়ে যে সাজা হয়, তা দিন।’

তারেক রহমান বাংলাদেশ সরকারের ওয়ান্টেড আসামি উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘তারেক রহমান আগেই সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। এবার তার ১০ বছরের সাজা হয়েছে। সে ওয়ান্টেড আসামি। তাকে এভাবে বিচরণ করতে দিয়ে আপনারা নিজেদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। নিজেদের ভাবমূর্তি নষ্ট করছেন। তাকে বাংলাদেশ সরকরের কাছে হস্তান্তর করেন। এই অপকর্ম থেকে যাতে আপনারাও রেহাই পান।’

বাংলাদেশ খালেদা জিয়ার পরিবারের কারণে দেশে-বিদেশে দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি পেয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একইসঙ্গে ওই পরিবারের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ‘ ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান। সেলিম বলেন, ‘উনারা গরীবের টাকা চুষে বাইরে আরাম-আয়েশ করবে, জুয়া খেলে আরাম-আয়েশ করবে এটা হতে পারে না। হতে দেওয়া হবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত অভিযোগ করে শেখ সেলিম তাকে ওই মামলায় এক নম্বর আসামি করার দাবি তোলেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের পূনর্বাসনের মাধ্যমে খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে তার বিচার করতে হবে।’ আগামী নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না বলেও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App