×

বিনোদন

ভালোবাসা দিবসের ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৩ পিএম

ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি
বছর দশেক আগেও ভালোবাসা দিবস নীরবে এসে চুপচাপ চলে গেছে। ২০০৯ সালের ভালোবাসা দিবসে ‘মনপুরা’র বিপুল সাফল্য আগের চিত্র পাল্টে দিয়েছে। আজকাল ১৪ ফেব্রæয়ারি হয়ে উঠেছে নতুন ছবি মুক্তির উপলক্ষ। প্রেমের ছবি হলে তো সোনায় সোহাগা। গত কয়েক বছরের ভালোবাসা দিবসে কোন কোন ছবি দেখলেন দর্শকরা, তারই ফিরিস্তি নিয়ে হাজির হয়েছেন এম রহমান
দেবদাস ১২ নম্বর ‘দেবদাস’-এ শুরুতে পার্বতী চরিত্রে কাজ করার কথা ছিল পূর্ণিমার। তাকে সরিয়ে জায়গা করে নেন অপু বিশ্বাস। কুফা কী তখনই লেগেছিল? হোটেল শেরাটনে জমকালো মহরত, দ্বিতীয়বার ‘দেবদাস’ নির্মাণের বিরল সুযোগ চাষী নজরুল ইসলামের, দীলিপ কুমার-শাহরুখ খানের ফেলে যাওয়া জুতায় শাকিব খানের পা গলানো, ইমপ্রেস টেলিফিল্মের সবচেয়ে বেশি বাজেটের আয়োজনÑ কোনো কিছুই ‘রঙিন দেবদাস’-এর সাফল্য নিশ্চিত করতে পারেনি। ব্যাপক সম্ভাবনাময় একটি ছবির অপমৃত্যু ঘটে ২১০৩ সালের ফেব্রæয়ারিতে, ভালোবাসা দিবসের সপ্তাহে। সর্বকালের অন্যতম পাঠকপ্রিয় ভালোবাসার উপন্যাস ‘দেবদাস’-এর সাম্প্রতিক সেলুলয়েড রূপ বলতে গেলে দর্শক প্রত্যাখ্যাত হয়। চাষীরও আক্ষেপ ছিল ছবিটিকে ঘিরে, চন্দ্রমুখী মৌসুমীর জাতীয় পুরস্কারজয়ও দেখে যেতে পারেননি প্রয়াত নির্মাতা। অগ্নি এক্কেবারে ভালোবাসার দিনটিতেই প্রেক্ষাগৃহে ওঠে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ যা আসলে মাহির ছবি বলেই দর্শকসমাজে পরিচিত। অল্পসময়ে রোমান্টিক ছবির নায়িকা বলে খ্যাতি পাওয়া মাহি ‘অগ্নি’ ছবিতে নিজেকে অ্যাকশনকন্যার ভ‚মিকায় হাজির করেন। ভ্যালেন্টাইনে প্রেমের আহ্লাদিত সংলাপে দর্শকহৃদয়ে মোলায়েম পরশ বোলানো নয়, উল্টো বন্দুক-বোমা-আগুন-স্ফুলিঙ্গ সমেত কড়া এক ঝাঁকুনি দেন মাহি। শুভ-মাহি একটি দারুণ রোমান্টিক জুটির সম্ভাবনাকে পরোয়া না করে একে অন্যের পিছু ধাওয়া করেন ‘অগ্নি’তে। প্রতিশোধপরায়ণ তরুণী ও তরুণ পুলিশ অফিসারের বিপরীতমুখী অবস্থানে শুভ ও মাহির লড়াই দর্শকরা বেশ উপভোগ করেন। জিরো ডিগ্রি ভালোবাসা দিবসকে কিছুটা সামনে রেখে একটু আগেভাগেই মুক্তি পেয়ে যায় ‘জিরো ডিগ্রি’। ভালোবাসার লেশমাত্র নেই অনিমেষ আইচের প্রথম ছবিতে। এক টানটান থ্রিলারে বুঁদ করতে অন্য কোনো সপ্তাহও বেছে নিতে পারতেন অনিমেষ। কিন্তু জয়া আহসান, মাহফুজ আহমেদ ও দিলরুবা ইয়াসমিন রুহি তাদের চরিত্রের ভয়ঙ্কর রূপ নিয়ে যেন ভ্যালেন্টাইনে আসার জন্যই দিন গুনছিলেন। ভালোবাসার উল্টোপিঠে যে ঘৃণার দহন, তাকেই অনিমেষ তুলে আনেন থ্রিলারের মোড়কে। বক্স অফিসের আশীর্বাদ না জুটলেও পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের আশীর্বাদ অনেকখানি কুড়িয়ে পায় ‘জিরো ডিগ্রি’ টিম। সুইটহার্ট নামে যেমন, গল্পেও তেমন। ‘সুইটহার্ট’ আদ্যন্ত ভালোবাসার ছবি। মুক্তিও পায় ভালোবাসা দিবসের সপ্তাহে। বাপ্পি-মিম জুটিকেও রোমান্টিক জুটি হিসেবে বিন্দুমাত্র বেমানান লাগে না। ক্যান্সারে আক্রান্ত প্রেমিকার চরিত্রে মিম আর তার বিধ্বস্ত প্রেমিকের চরিত্রে বাপ্পিকে দর্শকদের মন্দ লাগেনি। কিন্তু কোথাও সুর কেটে গিয়েছিল ওয়াজেদ আলী সুমনের পরিচালনার। যে কারণে বাণিজ্যল²ী বসতি গাড়েনি ‘সুইটহার্টে’। বিদেশি লোকেশন, মিষ্টিমধুর সুর প্রেমের ছবিটির মান ধরে রাখলেও দলেবলে প্রেমিক-প্রেমিকরা হলমুখো হননি। ‘সুইটহার্ট’ সেই প্রেমের ছবি হয়ে ওঠেনি যাকে প্রতি ভ্যালেন্টাইনে দেখার সাধ জাগবে দর্শকমনে। প্রেমী ও প্রেমী এই প্রথম ভালোবাসা দিবসে যৌথ প্রযোজনার ছবি। জাকির হোসেন রাজু প্রেমের ছবির সিদ্ধহস্ত পরিচালক। তফাৎ এতখানিইÑ এবার তাকে একটি বিদেশি গল্পের ছায়া থেকে প্রযোজকের চাহিদা অনুযাযী একখানা ছবি বানাতে হলো। উথাল-পাথাল প্রেমের গল্প থেকেও তাকে সরে আসতে হলো। গরিব গাড়িচালক আরিফিন শুভ ও ধনীর দুলালী বিদেশ ফেরত নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রেমী ও প্রেমী’ খুব একটা ঢেউ তুলল না নিস্তরঙ্গ সিনেমার বাজারে। ভালোবাসার ছবিটিকে ঠিক এক বছর পর এই ভ্যালেন্টাইনে কেউ মনে রেখেছেন কি? মনে তো হয় না! ভালো থেকো কথা ছিল ২ ফেব্রুয়ারি আসবে ‘ভালো থেকো’। কিন্তু এক সপ্তাহ পিছিয়ে ভালোবাসা দিবসের সপ্তাহেই তারিখ পড়ল ‘ভালো থেকো’র। গত বছরের মতো এবারো ভ্যালেন্টাইনে জাকির হোসেন রাজুর ছবি। আছেন সেই আরিফিন শুভ। শুধু বদলে গেলেন নায়িকা। নুসরাত ফারিয়ার জায়গায় তানহা তাসনিয়া। শুভ গেল বছর প্রথম জুটি বেঁধেছিলেন ফারিয়ার সঙ্গে, চলতি বছর জুটি বাঁধলেন তানহার বিপরীতে। ভালোবাসার ছবি হিসেবে কত ভোট পাবে ‘ভালো থেকো’? বলা মুশকিল! কারণ নির্মাতার তরফে জানানো হচ্ছে মানবিক গল্পের পটভ‚মিতে প্রেমের ছবি ‘ভালো থেকো’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App