×

খেলা

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৩ পিএম

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আজ (রবিবার) দুদক কার্যালয়ে এ চুক্তিসাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন। তখন তিনি বলেন, ‘আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছাদূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার অনুরোধ করছি।’ চেয়ারম্যানের প্রস্তাবে সম্মতি জানিয়ে ওই দিন সাকিব আল হাসান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের যেকোনও কর্মসূচিতে আমি আসবো। আমরাও চাই, দেশ দুর্নীতিমুক্ত হোক। আমরা যখন কোনও দেশের অভিবাসন দফতরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App