×

তথ্যপ্রযুক্তি

মহাশূন্যে সুপারকার!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১১ পিএম

মহাশূন্যে সুপারকার!
এবার মহাশূন্যে পাড়ি দেবে সুপারকার। এলন মাস্ক বাজারে নিয়ে এসেছে এমন এক সুপার কার৷ যা রকেটে চড়ে পাড়ি দেবে স্পেসে৷ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর। চেরি লাল রংয়ের এলম মাস্কের টেসলার রোডস্টার স্পেসে পাড়ি দিতে একেবারে তৈরি৷ স্পেসএক্স ফালকন হেভি শাটলের প্লেলোড চেম্বারে এই গাড়িটিকে রাখা হয়েছে৷ উল্লেখ্য, স্পেসএক্স ফালকন রকেটটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট৷ এমনটাই মনে করেন গবেষকেরা৷ এই রকেটটির লঞ্চ টেস্টিংয়ের সময় স্টিল ব্লকসের পরিবর্তে রকেটে এই গাড়িটি থাকবে৷ এলন মাস্ক সংস্থা রকেটের ভিতর গাড়িসহ ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি৷ ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘A Red Car For the Red Planet’৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App