×

খেলা

জিম্বাবুয়েকে আফগানিস্তানের হোয়াইটওয়াশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৩ এএম

জিম্বাবুয়েকে আফগানিস্তানের হোয়াইটওয়াশ
হোয়াইটওয়াশের লজ্জায় জিম্বাবুয়েকে ডুবিয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। জবাবে ২০ ওভার ব্যাট করে ১৪১ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এদিনও ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নবি। এর আগে সোমবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। এদিন টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। দলীয় ১৯ রানের মাথায় ওপেনার মোহাম্মদ শাহজাদের উইকেট হারালেও টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় আফগানিস্তান। বিশেষ করে নবি ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের স্কোরবোর্ডে দ্রুতই রান উঠতে থাকে। ২৬ বলে ৩ ছয় ও ২টি চারের সমন্বয়ে ৪৫ রানের এক বিধংসী ইনিংস খেলেছেন অল রাউন্ডার নবি। জাদরান ২৪ রান করেছেন মাত্র ১৮ বলে, ৪টি চারে সাজিয়ে। এছাড়া করিম সাদিক ২৮ ও অধিনায়ক আসঘার স্টানিকজাই ২৭ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা। এছাড়া, কাইল জার্ভিস, ব্লেসিং মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে অল রাউন্ডার সিকান্দার রাজা জিম্বাবুয়েকে কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন। ২৬ বলে ৪০ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। রায়ান বার্ল ৩০ ও ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ২৯ রানের পরও, ২০ ওভার খেলে জয় থেকে ১৮ দূরে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান। এ জয়ের মধ্য দিয়ে কোন টেস্ট খেলুড়ে দলকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল বিশ্ব ক্রিকেটের উদীয়মান এ দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে অল্পদিনের যাত্রাতেই নজর কেড়েছে দেশটির ক্রিকেট। ২০১১ সালে দেশটি ওয়ানডে মর্যাদা লাভ করে। আর ২০১৫ সালে দেশটি প্রথম ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়। মোহাম্মদ নবি, রশিদ খানের মত প্রতিভাবান ক্রিকেটারও উপহার দিয়েছে। ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০১৭ সালে তারা ১১তম দেশ হিসেবে টেস্ট মর্যাদা লাভ করেছে। এবছর ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। সংক্ষিপ্ত স্কোর : আফগানিস্তান : ১৫৮/৯ (২০ ওভার) (সাদিক ২৮, স্টানিকজাই ২৭, নবি ৪৫, জাদরান ২৪; চাতারা ৩/২০, জার্ভিস ২/২২, মুজারাবানি ২/৪৮, ক্রেমার ২/২০)। জিম্বাবুয়ে : ১৪১/৫ (২০ ওভার) (মাসাকাদজা ২৯, রাজা ৪০, বার্ল ৩০; মুজিব ২/২১, রশিদ ২/২৩, নবি ১/২৪)। ফলাফল : আফগানিস্তান ১৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App