×

জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন চাইলেন রাষ্ট্রপতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৪ এএম

রোহিঙ্গা সংকট নিরসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন চাইলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ দিতে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেছেন। বঙ্গভবনের একজন মুখপাত্র আবদুল হামিদের বরাদ দিয়ে বলেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশ ভূমি রাখাইনে নিরাপদ ও মর্যাদাসহকারে প্রত্যাবাসনে রাষ্ট্রপতি সুইজারল্যান্ডের সমর্থন কামনা করেন।’ গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট আঁলে বেরসে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ আয়োজিত এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সমস্যাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বরতার শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। সাক্ষাৎ শেষে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা রাষ্ট্রপতি হামিদ আয়োজিত নৈশভোজে অংশ নেন। তারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App