×

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা বাড়িয়েছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৩ পিএম

সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা বাড়িয়েছে রাশিয়া
সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবে বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার রাত থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এ ঘটনায় কমপক্ষে কমপক্ষে ২১জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানায় রয়টার্স। বিভিন্ন শহরে চালানো এ হামলায় বেশ কয়েকজন নিহত ও বহু আহত হয়েছেন। সিভিল ডিফেন্স সূত্র বিষয়টি জানিয়েছে। এরআগের দিনই ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে হত্যা করে দেশটির আধিপত্য বিস্তারকারী জিহাদীদের একটি জোট। মারাত আল নুমানে একটি হাসপাতালেও হামলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ছাড়া কার্ফ নুবলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ৫ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালে থেকে শিশুদের স্ট্রেচারে করে বের করছেন সিভিল ডিফেন্স কর্মীরা। উদ্ধারকারীদের বাকি অংশকে দেখা যাচ্ছে আগুন নেভানোর চেষ্টা করতে। প্রাদেশিক রাজধানী ইদলিবে একটি পাঁচতলা ভবন মাটির সাথে মিশ গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এতে ১৫ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App