×

আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে সাইপ্রাসের প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৫ পিএম

দ্বিতীয় মেয়াদে সাইপ্রাসের প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেস
সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, রবিবার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আনাস্তাসিয়াদেসের পক্ষে ৫৬ শতাংশ ভোট পড়ে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী স্টাভরোস মালাস পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। নির্বাচিত হওয়ার পর দেশটির রাজধানী নিকোশিয়ায় এক সমাবেশে তিনি বলেন, আমার উপর আস্থা রাখার জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে আমার বন্ধুদের ধন্যবাদ জানাই। কাল থেকেই একটা নতুন যুগের সূচনা হবে। এই মুহূর্তে জনগণের চাওয়া হচ্ছে সহযোগিতা ও ঐক্য। কারণ আমরা যে সমস্যায় আছি তা মোকাবেলা করার এটিই একমাত্র পথ। এদিকে নির্বাচিত হওয়ায় বিরোধী প্রার্থী মালাস নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণ এটা চেয়েছে। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। ৭১ বছর বয়সী আনাস্তাসিয়াদেসের জন্য এখন চ্যালেঞ্জ হবে জাতিগতভাবে বিভক্ত দ্বীপে শান্তি স্থাপন ও দেশটির অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App